ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাসে পেট্রোল বোমা, নামতে গিয়ে ট্রাকচাপায় নিহত ১

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১২, ২০১৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

গাইবান্ধা প্রতিনিধি : ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কালিতলা ব্রিজের কাছে বাসে অবরোধকারীরা পেট্রোল বোমা ছোড়ার পর নামতে গিয়ে ট্রাকচাপায় এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় একজন দগ্ধসহ ৫ যাত্রী আহত হয়েছেন।
দগ্ধ বাসযাত্রী রংপুরের পীরগঞ্জের আসাদুলকে (৩০) প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতে বগুড়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পারভেজের (২৫) বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি রংপুরে রট আয়রনের আসবাব তৈরির কাজ করতেন।
এদিকে এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে পুলিশ ৫ অবরোধকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালিতলায় পৌঁছায়। এ সময় অবরোধকারীরা ঝটিকা অভিযান চালিয়ে গাড়ি ভাঙচুর এবং ওই বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে বাসে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে থাকেন।
যাত্রীদের মধ্যে পারভেজ আহম্মেদ বাসের জালানা দিয়ে রাস্তায় লাফিয়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই যুবক পারভেজ মারা যান।  এ ঘটনায় একজন দগ্ধসহ ৫ যাত্রী আহত হন।