
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক : বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর পর তুরাগ পরিবহনের (ঢাকা মেট্রো জ ১৪-০১২৬) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার সকালে রাজধানীর নর্দ্দা বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর পর বাসটিতে আগুন দেয়া হয়। বাংলমেইলকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা।
এ বিষয়ে জানতে গুলশান থানায় যোগাযোগ করা হলে এসআই শরীফ জানান, ‘যাত্রী নেমে যাওয়ার পর বাসটিতে আগুন দেয়ায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।’
অবরোধে কোনও যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে- সরকারের এমন সিদ্ধান্তের কথা ৯ তারিখ বিকেলে রাজধানীর মিরপুরের মাজার রোডে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে স্বররাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান।