ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১২, ২০১৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

BSFঠাকুরগাঁও প্রতিনিধি : হরিপুর উপজেলার মলানী সীমান্তে ভারতের অভ্যন্তরে আব্দুল মালেক (৩৪) ও কমিশন আলী (৩২) নামে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
সোমবার সকাল ৮টর দিকে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে তাদের আটক করা হয়।
আটককৃত আব্দুল মালেক উপজেলার গেড়ুয়াডাঙ্গী গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং কমিশন আলী একই উপজেলার আটঘরিয়া (কাঠালডাঙ্গী) গ্রামের দলু মোহাম্মদের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীতের কুয়াশার মধ্যে সোমবার সকাল ৮টার দিকে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে সীমান্তের ৩৬৯/২ এস পিলার এলাকায় ভারতের ২ কি.মি ভেতরে ষোলবাড়ি এলাকায় ১২১ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে সোমবার বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে। এ দু’জন দিনাজপুর বর্ডার দিয়ে কয়েকদিন আগে ভারতে প্রবেশ করে বলে তিনি জানান।