ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী, সুনামগঞ্জ ও চুয়াডাঙ্গায় বিএনপির হরতাল মঙ্গলবার

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১২, ২০১৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানকে আটকের প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বেলা ১২টায় জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো হরতালের বিষয়টি নিশ্চিত করে বংলামেইলকে জানান, বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ আজাদ মঙ্গলবার জেলা সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল ডেকেছেন।
প্রসঙ্গত, রোববার দিবাগত রাতে গুলশান-২ নম্বর এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহানকে আটক করেছে র‌্যাব।

এদিকে, সারাদেশে হামলা মামলা ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপির ষোলঘরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, বিএনপি নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, জেলা জমিয়তের যুগ্মসম্পাদক মাওলানা মোশতাক আহমেদ প্রমুখ।

অপরদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের যৌথভাবে এ হরতাল আহ্বান করে।
সোমবার দুপুর দেড়টার দিকে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় হরতালের ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম। এসময় কৃষকদল, যুবদল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।