নিজস্ব প্রতিবেদক : রাজধানী মহাখালী ফ্লাইওভারের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় হারিস মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হারিস মিয়া রাজধানীর মিরপুর ১৪ নম্বরের জামালকোট এলাকার একটি বস্তিতে থাকতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইলে।
নিহতের ভায়রা দুলাল মিয়া জানান, হারিস মিয়া সকাল ৯টার দিকে কাজের খুঁজে বাসা থেকে বের হয়েছিলেন।