বরিশাল প্রতিনিধি : মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নানি-নাতিসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী।
সোমবার রাত ২টার দিকে চাঁদপুরস্থ মেঘনা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-নানি শাহানা বেগম (৬০) , নাতি শাকিল (৭) ও রূপা (২৫)। রূপার বাড়ি বরিশালের ঝালকাঠিতে।
এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত যাত্রীরা হলেন- ডালিয়া (৩৮), শিউলি (৩৫), রাব্বি (১১), মনোয়ারা (৫০), সুরাইয়া (২৮), জেরিন (৯), এদের বাড়ি বরিশালের বিভিন্ন উপজেলায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআডব্লিউটিএ) চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, বরিশাল বন্দরের টারমিনাল থেকে প্রায় সাতশ যাত্রী নিয়ে এমভি সুন্দরবন-৮ লঞ্চ সোমবার রাতে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
অপরদিকে, ঢাকা সদর ঘাটস্থ টারমিনাল থেকে এমভি পারাবত-৯ লঞ্চ বরিশালের উদ্দেশে প্রায় ৬শ যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ঘনকুয়াশার কারণে দিক হারিয়ে রাত ২টার দিকে চাঁদপুরস্থ মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহত হন অন্তত ২৩ যাত্রী। আহত ব্যক্তিদের প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নানি শাহানা মারা যান। ভোরে নাতি শাকিলসহ ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে শাকিলের মৃত্যু হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রূপা মারা যান।