আন্তর্জাতিক ডেস্ক
আমলাতান্ত্রিক জটিলতার কারণে শতাধিক মার্কিন নাগরিকবাহী একটি চার্টার জেট বিমানকে ইরানের মাটিতে নামতে বাধ্য করা হয়েছে। বিমানটি আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে আকাশে উড়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আমলা এমনটাই জানিয়েছেন বার্তাসংস্থাকে আল জাজিরাকে। বিশেষ কিছু আমলাতন্ত্রিক বিষয় জড়িত থাকার কারণে বিমানটি উড্ডয়নরত অবস্থায় তাকে ইরানের বান্দার আব্বাসে অবতরণ করতে বলা হয়।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিমানটিকে ইরানের সেনাবাহিনী জোরপূর্বক মাটিতে নামিয়েছে বলে ইতোপূর্বে যে খবর জানা গিয়েছিল তা ভুল। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন ঐ আমলা। তবে তিনি জানিয়েছেন, ইরানের সেনাবাহিনী এফজেড ৪৩৫৯ বিমানটিকে গন্তব্য পরিবর্তনের বার্তা দিয়েছিল।
এফজেড বিমানটিকে সেনাবাহিনী পুনরায় আফগানিস্তানে ফিরে যেতে বলেছিল। কিন্তু তখন আবার আফগানিস্তানের বিমানঘাঁটিতে ফিরে যাওয়ার মতো যথেষ্ট জ্বালানী আকাশযানটিতে অবশিষ্ট ছিল না। রয়টার্স। পরে এটিকে আবার দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়ার অনুমতি দেয়া হয়।
এ ব্যাপারে দুবাইয়ের বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করে একই তথ্য মিলেছে। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভগ্ন সম্পর্ক বজায় আছে। এ ঘটনার সঙ্গে ঐ ইস্যুর কোন কূটনৈতিক সংশ্রব থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকেরা।