ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রেশম পোকায় বিটিটক্সিন প্রতিরোধক জিন আবিষ্কার বিষয়ক সেমিনার

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৩, ২০১৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

সেমিনারে বক্তব্য রাখছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. মো. কামালউদ্দিন

সেমিনারে বক্তব্য রাখছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. মো. কামালউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র কৃষি উইংয়ের কমিটি রুমে  গত ১২ জানুয়ারি সোমবার রেশম পোকায় বিটিটক্সিন প্রতিরোধক জিন আবিষ্কার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মহাপরিচালক ড. মো. কামালউদ্দিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে গবেষণালব্ধ বক্তব্য প্রদান করেন বিজেআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, চলতি দায়িত্ব (পেস্ট ম্যানেজমেন্ট বিভাগ) কৃষিবিদ ড. মোহাম্মদ শাহীন পলান।
ড. শাহীন ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি হতে ‘জেনেটিক্স এন্ড মলিকুলার বায়োলজি’ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পিএইচডি ডিগ্রীর পাশাপাশি তিনি জাপানের একই বিশ্ববিদ্যালয়ের FOLENS (Field Oriented Leaders in Environmental Sectors in Asia and Africa) প্রজেক্ট হতে Young environmental leader হিসেবে সনদপ্রাপ্ত হন। বিশ্বে তিনিই প্রথম রেশম পোকার ক্রোমোসোমে বিটিটক্সিন ‘Cry1Ac’ এর প্রতি রেজিস্টেন্স জিন-এর লিংকেজ আবিষ্কার করেন। ড. শাহীন দীর্ঘ তিন বছর জাপানে রেশম পোকার উপর বিটিটক্সিনের প্রভাব নিয়ে কাজ করেছেন এবং এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। অনুষ্ঠিত ঐ সেমিনারে তিনি তার  গবেষণা বিষয়ের বিভিন্ন দিকসহ অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি পাট ও বিটিজিন বিষয়ক অধিকতর কার্যক্রম পরিচালনারও পরামর্শ প্রদান করেন। বর্তমানে ড. শাহীন পাটের পোকামাকড় সহনশীল জাত উদ্ভাবন ও পরিবেশবান্ধব দমন পদ্ধতি আবিষ্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বিটিপাট উদ্ভাবনের একটি সম্ভাবনা তৈরি হবে সংশ্লিষ্টরা মনে করেন।