নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি মুলতবি করেছেন আদালত। শুনানির বিষয়ে এক আদেশে আদালত বলেন, ‘নট টু ডে।’
বুধবার মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করেন।
আদালতে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অসুস্থ। এজন্য এ মামলার আপিল শুনানিতে তিনি (মাহবুব) আদালতে আসতে পারছেন না। অতএব আজকের দিনের জন্য এই মামলার কার্যক্রম মুলতবির আবেদন করছি। তখন আদালত তাজুলের আবেদনটি মঞ্জুর করেন।
তবে শুনানির জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আদালত শুধু এটুকু বলেন, ‘নট টুডে।’
বুধবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে মুজাহিদের আপিল শুনানি শুরু হওয়ার কথা ছিল। মামলাটি আজ কার্যতালিকতায় চার নম্বর ছিল।