ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পার্কি সৈকতে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৪, ২০১৫ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

yaba-tablet-চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের আনোয়ারা পার্কি সৈকত থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী। এসব ইয়াবার মূল্য প্রায় সাত কোটি টাকা।
মঙ্গলবার রাত তিনটার দিকে নৌবাহিনীর একটি চেরাচালান বিরোধী টহল দল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করে।
নৌবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর চট্টম অঞ্চলের কমান্ডার খান মো. শামিম এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মায়ানমার থেকে জাহাজে করে এসব ইয়াবা বন্দরের বহির্নোঙ্গরে আনা হয়েছিল। পরে সেখান থেকে ছোট কাঠের নৌকায় করে পাচারে সময় নৌবাহিনীর টহল দল ধাওয়া করলে তারা নৌকা ফেলে পালিয়ে যায়। এসময় এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।