ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অবরোধে গাড়িতে আগুন-ভাঙচুর, আহত ৩

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৪, ২০১৫ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

Laxmipur
লক্ষ্মীপুর প্রতিনিধি : অবরোধের নবম দিনে বিভিন্নস্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকচালকসহ  তিনজন আহত হন।
বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জের আন্ডারঘর এলাকায় অবরোধকারীরা মালবাহী একটি ট্রাক ও পিকআপে অগ্নিসংযোগ এবং একই সময়ে মুক্তিগঞ্জ, চরচামিতা, হাজিরপাড়া এলাকায় তিনটি ট্রাক ও দুইটি বাস ভাঙচুর করে।
এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে তারা। অপরদিকে, মঙ্গলবার রাতে বাগবাড়ী এলাকায় পিকেটারদের ধাওয়ায় মালবাহী একটি পিকআপ খাদে পড়ে যায়। এ সময়  চালক দিদার হোসেন ও হেলপার সজিবসহ তিনজন আহত হয়। গুরুতর আহত চালক দিদারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া দুপুরে শহরের কলেজ রোডে রাস্তায় পেট্রোল ঢেলে ও টায়ার জ্বালিয়ে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করে। দক্ষিণ তেমুহনী এলাকায় অবরোধের সমর্থনে জামায়াত-শিবির ঝটিকা মিছিল করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।