স্পোর্টস ডেস্ক : ফিফা ব্যালন ডি’অর জয়ে কারা কাকে ভোট দিয়েছেন তার তালিকা প্রকাশ করেছে ফিফা। তাতে দেখা গেছে প্রথম সারির অধিনায়কদের মধ্যে প্রায় কারোই ভোট পাননি মেসি! ব্যতিক্রম বলতে শুধু নেইমার ও জিয়ানলুজি বুফন। ইতালি আর ব্রাজিলের অধিনায়ক আর্জেন্টাইন মহাতারকার পাশেই ছিলেন।
অবশ্য অধিনায়কদের মোট ভোটের বিবেচনায় চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে খুব বেশি পিছিয়ে নেই ফুটবলের ক্ষুদে যাদুকর। সারা বিশ্বের বিভিন্ন দলের ৩৯ অধিনায়কের কাছ থেকে প্রথম ভোট অর্থাৎ, সর্বসেরার স্বীকৃতি আদায় করেছেন রিয়াল মাদ্রিদ প্রাণ ভোমরা। অন্যদিকে এমএলটেন ৩২ অধিনায়কের প্রথম পছন্দ ছিলেন।
ব্রাজিল, ইতালি অধিনায়ক ছাড়াও বাংলাদেশ, সুইডেন, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বার্বাডোস, বেলিজ, কম্বোডিয়া, চাদ, চিলি, কঙ্গো, কমোরস, কুক আইল্যান্ড, কুরাকাও, জিবুতি, ফিজি, গ্যাবন, গায়না, হংকং, জর্ডান, দক্ষিণ কোরিয়া, মৌরিতানিয়া, ফিলিস্তিন, পানামা, সামোয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাইডস, সিরিয়া, তাজিকিস্তান ও তানজানিয়া।