স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই জমজমাট উত্তেজনার খোরাক, টানটান উত্তেজনার পসরা।
মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলতে নামলে হার্টবিট বেড়ে যায় ক্রিকেট ভক্তদের, অন্যদিকে টিভি টিআরপিও ওঠে চরমে। বাণিজ্য হয় ফাটাফাটি। ক্রিকেট অতীতে তেমন বহু নজির দেখা গেছে। আগামী ১৫ ফেব্রুয়ারিতেও তেমনি দেখা যাবে হয়ততো! কারণ সেদিন যে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে পরস্পরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
২০১১ সালের ক্রিকেটযজ্ঞে ভারত ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ দেখেছিল সারা বিশ্বের ৯৮ কোটি ৮০ লাখ মানুষ। এবার আগের সেই রেকর্ডটি ভাঙ্গার আশা করছে আয়োজকরা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশাবাদ ক্রিকেট বিশ্লেষকদের। ধারনা করা হচ্ছে এবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখবে অন্তত ১০০ কোটি মানুষ। ক্রিকেটে যা একটি রেকর্ড।
প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে বিশ্বকাপে ভারত-পাকিস্তান এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। যার সবকটিতে জিতেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ২০১১ সালের বিশ্বকাপে মোহালির সেমিফাইনালও রয়েছে।