বিনোদন ডেস্ক : ঘরে বসেই আসছে ক্রিকেট বিশ্বকাপের পুরো আসর সরাসরি দেখা যাবে দেশিয় টিভি চ্যানেল জিটিভিতে। ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মাঠে গড়াবে আসরের প্রথম ম্যচ আর ২৯ মার্চ পর্দা নামবে অস্ট্রেলিয়ার মাঠে। দুই দেশের ১৪টি মাঠে অনুষ্ঠিত হবে ৪৯টি ম্যাচ। আসরের ৩৬টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। পুরো আসরে রয়েছে ৪২টি গ্রুপ পর্বের ম্যাচ, ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ২টি সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ।
খেলা সম্প্রচারের পাশাপাশি এই চ্যানেলে থাকছে ক্রিকেট নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আলাপচারিতার বিশেষ টক শো ‘ক্রিকেট এক্সট্রা’। প্রতিদিনের ম্যাচ তারা পর্যালোচনা করবেন, সঙ্গে থাকবেন বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ। তিনি জানাবেন ক্রিকেট নিয়ে তার অভিজ্ঞতার কথা।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের যাবতীয় খেলা সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে জিটিভি।