স্পোর্টস ডেস্ক
ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও কেরোলিন ওজনিয়াকি। রবিবার রাতে এই দুই টেনিস তারকার লড়াইয়ে নির্ধারিত হবে শিরোপা জয়ীর নাম।
ইউএস ওপেনে এবার শুরু থেকেই দারুণ খেলছেন এক নম্বর এই টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। শুক্রবার একাতেরিনা মাকারোভাকে দাপটের সাথেই হারলেন তিনি। ফাইনালের পথে মাকারোভাকে ৬-১, ৬-৩ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেন সেরেনা। আর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে হারতে হলো মাকারোভাকে। এখানে আরও একটা গ্র্যান্ডস্লাম জেতা মানেই সেরেনা ছুঁয়ে ফেলবেন মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্টের ১৮ গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ডকে। তাই ফাইনালটা কঠিন হবে ডেনিশ সুন্দরী ওযনিয়াকির জন্য।
চীনের পেং শুয়াই ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালের পুরোটা সময় খেলতে পারেননি। তাই ‘ওয়াকওভার’ পেয়ে যান কেরোলিন ওজনিয়াকি। অবশ্য তখন ম্যাচে তখন ৭-৬ (৭/১), ৪-৩ পয়েন্টে এগিয়ে ছিলেন ওজনিয়াকি। রবিবার শিরোপার লক্ষ্যে তাকে লড়তে হবে বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে।