নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে শাহীন (২০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর লালকুঠি কবরস্থান রোডে এ ঘটনা ঘটে।
নিহতের মামা আব্দুল করিম জানান, বেলা সাড়ে ১২টার দিকে সুজন নামে শাহীনের অপর এক বন্ধুর সঙ্গে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ধারালো অস্ত্র নিয়ে তার পেটে আঘাত করে।
পরে বিষয়টি জানাজানি হলে সেখান থেকে আশপাশের লোকজন শাহীনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম সিদ্দিকুর রহমান।