দিনাজপুর প্রতিনিধি : অপহরণের ৫ দিন পর দিনাজপুরের কাহারোলের মো. রহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অপহরণকারীরা কাহারোল উপজেলার দশমাইল এলাকায় শহীদ মিনারে ফেলে দিয়ে পালিয়ে যায়।
অপহৃত রহিদুল কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউপির মৃত সেরাজ উদ্দিনের ছেলে এবং মুদি ব্যবসায়ী।
সংবাদ পেয়ে র্যাব-১৩ এবং পরিবারের লোকজন উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
রহিদুলের বড় ভাই মো. ছায়েদ হোসেন বাদশা মিয়া সাংবাদিকদের জানান, জনৈক এক ব্যক্তি চিরিরবন্দরে নিজের বাড়ি শুধু এইটুকু পরিচয় দিয়ে জানায়, রহিদুল কাহারোল উপজেলার দশমাইল এলাকায় শহীদ মিনারে পড়ে আছে। আমরা সেখানে গিয়ে হাতকড়া লাগানো এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি।
র্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মেজর শাহেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকেই বিষয়টি আমাদের পর্যবেক্ষণে ছিল। বিষয়টি আঁচ করতে পেরে অপহরণকারীরা রাতে দশমাইল ফেলে দিয়ে যায়। আমরা তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়ার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করেছি।
কাহারোল থানার ওসি পৃথ্বিশ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, র্যাব তাকে উদ্ধার করেছে এবং র্যাবের হেফাজতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করার প্রস্তুতিকালে কাহারোলের রামপুর মোড় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী নিজেদের ডিবি পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে আটক করে তুলে নিয়ে যায়। এ সংক্রান্ত খবর গত ১১ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনে বের হওয়ার পর প্রশাসন জোড় তৎপরতা শুরু করে।