নিজস্ব প্রতিবেদক : মিরপুর ১০ নম্বরের ঝুটপল্লীতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে কাজ করছে ফায়ারসার্ভিসের ১০টি ইউনিট।
বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সর্ভিসের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের ১০টি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রনে আসেনি।’
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন পরিমাণ বলা যাচ্ছে না।’