ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রিয়াজের ওপর হামলায় ব্রিটেনের উদ্বেগ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৪, ২০১৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

gibsonনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। একই সঙ্গে তিনি বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা নিয়েও তার উদ্বেগের কথা জানিয়েছেন। আর এই সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসতে আবারো সংলাপের তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান গিবসন।
রংপুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বত্তদের বোমা হামলায় চার জন নিহত ও বেশক’জন আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, রিয়াজ রহমানের ওপর হামলায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং হতাহতের ঘটনায় দুঃখিত। আহত এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
সরকারকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গিবসন।
একই সঙ্গে সব পক্ষকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য ব্রিটেনের অব্যাহত আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি। এই সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসতে আবারো সংলাপের আহ্বান জানিয়েছেন।