স্পোর্টস ডেস্ক
সবচেয়ে ধনী ক্লাব হিসেবে টানা দশ বছর পার করল স্পেনিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। আর দশম বারের মত সবচেয়ে ক্লাবের জায়গাটা ধরে রাখার পথে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়ল মাদ্রিদের ক্লাবটি।
২০১৩-১৪ বছরে ৬০৩.৯ মিলিয়ন আয় করেছে শান্তিয়াগো বার্নাব্যুর দলটি। যা গত বছরের তুলনায় ১০.৯ শতাংশ বেশি। আর লভ্যাংশ বেড়েছে ৪৪ শতাংশ।
‘দশম বারের মতো বিশ্বে ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি আয় করছি আমরা। আর ফোর্বস ম্যাগাজিন আমাদের তৃতীয় বারের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্লাবের স্বীকৃতি দিতে যাচ্ছে।’ বলেন রিয়ালের সভাপতি পেরেজ। তিনি আরও জানান শুক্রবার পরিসংখ্যানসহ সকল তথ্য গণমাধ্যমে তুলে ধরবে তার ক্লাব।