আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভা সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এর সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে থিতু হয়ে থাকা পরমাণু ইস্যু সংক্রান্ত আলোচনাকে, আবারও সচল করতে সচেষ্ট হবে দুই পক্ষ। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার এ বৈঠক বসবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বর মাস থেকে মূলত ইরানের সঙ্গে পরাশক্তি ছয় দেশের পরমাণু চুক্তিসংক্রান্ত স্থবিরতা বিরাজ করছে। এর মধ্যে দুইবার পুনরায় চুক্তি নবায়িত হওয়ার তারিখ ঘোষিত হলেও, পুরো ২০১৪ জুড়ে কোন স্থির সমাধানে আসতে পারেনি রাষ্ট্রগুলো। ইরানের ওপর ছয় পরাশক্তির আরোপিত অর্থনৈতিক অবরোধ বলবৎ আছে।এবং ইরানও তার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি সংকোচনের কোন উদ্যোগ গ্রহণ করেনি।
নতুন বছরের কূটনৈতিক উদ্যোগ, চলতি বছরের ১ মার্চ এর মধ্যে ইরানের সঙ্গে স্থায়ী একটি সমঝোতায় আসবে অবরোধ আরোপকারী ছয় দেশ, এবং ১ জুলাই নাগাদ পরমাণু সমৃদ্ধকরণ সংকোচনের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি দিকগুলো জ্ঞাত ও নিশ্চিত করা।