আন্তর্জাতিক ডেস্ক : জাপান স্মরণকালের বৃহত্তম সামরিক বাজেট ঘোষণা করেছে। বলা হচ্ছে, বিতর্কিত সমুদ্রসীমায় চীনের সঙ্গে বোঝাপড়ার প্রেক্ষাপট সামনেই তৈরি হতে পারে, এমনটা আঁচ করেই এ বিপুল অংকের বাজেট অনুমোদন করলো জাপানের পার্লামেন্ট। বিগত দশকে, যুদ্ধবিরোধী শান্তিকামী অবস্থান প্রতিষ্ঠাকল্পে সামরিক ব্যয় ক্রমশ ছেঁটে ফেলছিল জাপান। কিন্তু চলতি দশকে ‘রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত’ হতে চলেছে। বাজেটকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ লাখ ২৮ হাজার কোটি, ২৯ লাখ টাকা।
এ নিয়ে তৃতীয় দফা সামরিক ব্যয় বাড়লো জাপানের। গত অর্থবছরের তুলনায় এ বছরের ব্যয়পরিকল্পনা ২.৮ শতাংশ বেশি। জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রী জেনারেল নাকাতানি মনে করেন, জাপানের চারপাশে পরিবর্তিত পরিস্থিতির নিরীখে এ বাজেট বৃদ্ধি অত্যন্ত সঙ্গত ও অনিবার্য। যেহেতু চীনের সঙ্গে বিতর্কিত সমুদ্রসীমায় বিসংবাদ মেটাতে এ বাজেট প্রসারণ, সুতরাং ধারণা করা হচ্ছে নৌ ও বিমান খাতে বাজেটের সিংহভাগ খরচ হতে পারে।