আন্তর্জাতিক ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে এই ঘটনাকে নিষ্ঠুর ও কাপুরুষোচিত বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত।
রিয়াজ রহমানের দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশে এমন কাজের কোনো যৌক্তিকতা নেই। যুক্তরাষ্ট্র এ ঘটনার নিন্দা জানায়। রাজনৈতিক উদ্দেশ্যে এমন সহিংসতা নিষ্ঠুর ও কাপুরুষোচিত।
দোষী ব্যক্তিদের আটকের পর জবাবদিহিতার আওতায় আনার আহ্বানও জানানো হয় বিবৃতিতে। এছাড়া রাজনৈতিক সব পক্ষকেই এ ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক মত প্রকাশের অধিকার চর্চার ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।