ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া বিবৃতিদাতা খালেদার দুই উপদেষ্টা বাদ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৪, ২০১৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিউইয়র্কে সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা

নিউইয়র্কে সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেস সদস্যের সই জাল করে গণমাধ্যমে ভুয়া বিবৃতি পাঠানো বিএনপির দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।
এরা হলেন- চেয়ারপারসনের দুই বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত ডা. মুজিবুর রহমান মজুমদার ও জাহিদ এফ. সরদার সাদী।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে চিকিৎসারত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সংবাদ সম্মেলন করে এ কথা জানান। এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা একটি চিঠির অনুলিপি সাংবাদিকদের দেয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন।
খোকা জানান, ছয় কংগ্রেস সদস্যের স্বাক্ষর জালসহ ভুয়া বিবৃতি প্রদানে জড়িত থাকার অভিযোগে চেয়ারপারসনের দুই বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত ডা. মুজিবুর রহমান মজুমদার ও জাহিদ এফ. সরদার সাদীকে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত জাহিদ ও মজিবরকে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপির বৈদেশিক দূত ও বিশেষ উপদেষ্টা করা হয়েছিল।
খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে গত ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যানের নামে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়। দেশের কয়েকটি গণমাধ্যমে তা প্রকাশিত হয়। পরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের দুই সদস্য এর বিরুদ্ধে বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।