ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ব্রেট লির অভিনয় জীবন শুরু?

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৬, ২০১৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

brett-lee-2011-3-18-6-41-47 {focus_keyword} ব্রেট লির অভিনয় জীবন শুরু? brett lee 2011 3 18 6 41 47 e1409995649210স্পোর্টস ডেস্ক

বলিউডে মিউজিক ভিডিওর অংশ হবার পর এবার সম্পূর্ণ এক ছবিতে অভিনয়ে সম্মত হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ব্রেট লি। তবে এবারে ইন্দো-অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি ছবি ‘আনইন্ডিয়ান’ এ অভিনয় করছেন ব্রেট লি।

৩৭ বছর বয়সী এই সাবেক পেসার ২০১২ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কমেন্ট্রি, কোচিংয়ে নিজেকে নিয়োজিত করার পরিবর্তে তিনি নিজেকে আপাতত অভিনয়েই নিয়োজিত করছেন। এবিষয়ে সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা  ক্রিকেটার বলেন,  ‘গত দশ বছর ধরেই আমি অভিনয়ের সুযোগ পাচ্ছিলাম। কিন্তু তখন সময়টা সঠিক ছিল ন। এখন সেই চেষ্টা করে দেখারসময় হয়েছে।’

‘আনইন্ডিয়ান’ মুভিতে ইন্ডিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অনুপম শর্মা পরিচালক, প্রযোজক ও লেখক হিসেবে কাজ করছেন। ব্রেটলির বিপরীতে অভিনয় করবেন ভারতীয় তারকা অভিনেত্রী তানিশথা চট্টপাধ্যায়।

সফল হলে হয়তো ক্রিকেট ছেড়ে পরিপূর্ণ এক চলচ্চিত্র অভিনেতা হিসেবে আর্ভিভূত হবেন তিনি। সে বিষয়ে কিছুটা ইঙ্গিতও পাওয়া গেল অস্ট্রেলিয়ানের কণ্ঠে। তিনি বলেন, ‘রোমান্টিক কমেডি একটি জনপ্রিয় ধরন। হতে পারে পরবর্তীতে আমি অ্যাকশন মুভিতেও অভিনয় করতে পারি। আর শীঘ্রই স্যুটিং শুরু হচ্ছে।’