স্পোর্টস ডেস্ক
ফেসবুকে পোস্ট করা শিশু মেসির ছবিটি কৌতূহোল জাগাবে সবার। ছবির ক্যপশনে আবার লেখা ছিল ‘মেসির প্রথম পেশা ছিল এটি।’ তাহলে কী ফুটবলার নয় একজন নিরাপত্তা কর্মী বা দমকল কর্মী হতে চেয়েছিলেন মেসি ছেলেবেলায়?
ছবিটি ফেসবুকে সাড়া ফেলেছে মুহূর্তেই। এতে সাড়ে তিন লাখ লাইক পড়েছে কয়েক ঘণ্টার মধ্যেই। শেয়ার হয়েছে চার হাজার বারেরও বেশি বার। মন্তব্য করেছেন প্রায় ছয় হাজার ভক্ত!
‘মেসি চুজ টু বিলিভ’ নামক ই-বুকের একটা অংশ এই ছবিটি। ই বুকের বিজ্ঞাপন হিসেবেই এই কৌতূহোল উদ্দীপক ছবি প্রকাশ করা হয়েছে বলা যেতে পারে। আর ই-বুকের বিক্রির অর্থ দাতব্য সংস্থায় দান করবেন আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি।
ই-বুকটি পড়া যাবে যে কোন এন্ড্রয়েড মোবাইল সেটে। এছাড়া আইফোন বা কম্পিউটারেতো পড়া যাবেই। জানা যাবে মেসি সম্পর্কে অজানা অনেক তথ্যই। আপাতত তাই ছোট্ট মেসি গোঁফ সমৃদ্ধ ছবিটি তাই প্রশ্ন হয়ে থাকছে। ছবিতে মেসির পাশে ডাক্তার সাজে ছোট্ট এক মেয়েকেও দেখা গেছে। মনে হতে পারে ছেলেবেলায় ‘যেমন খুশি তেমন সাজ’ এর কোন প্রতিযোগিতায় মেতেছিলেন শিশু মেসি।