ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সানির সঙ্গে রোমান্সে তুষার!

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৬, ২০১৪ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

sunny-leone_tushar-kapoor সানির সঙ্গে সেক্স রোমান্সে তুষার! সানির সঙ্গে সেক্স রোমান্সে তুষার! sunny leone tushar kapoorবিনোদন ডেস্ক

বলিউডের সেক্স কমেডি ‘মস্তিজাদে’ ছবিতে এবার সানি লিওনের সঙ্গে রোমান্স করবেন তুষার কাপুর। এর আগেও ‘ক্যায়া কুল হ্যায় হাম’ ও ‘ক্যায়া সুপার তুল হ্যায় হাম’ ছবি মতো সেক্স কমেডিতে অভিনয় করেছেন তুষার।

‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির একটি আইটেম গানে এর আগেও সানির সঙ্গে অভিনয় করেছিলেন তুষার। সাংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তুষার জানিয়েছিলেন, এই ছবিতে সানিকে নেয়ার জন্য তুষার নাকি বেশি আগ্রহী ছিলেন, এমনকি নিজের বোন ও ছবির নির্দেশক একতা কাপুরের সঙ্গে এ কারণে বেশ মনোমালিন্যও হয়েছিল তার।

কিন্তু এবার দেখা যাক ‘মস্তিজাদে’ ছবিতে সানির সঙ্গে কতটা রোমান্স জমাতে পারেন তুষার। পরিচালক মিলাপ জাভেরি এর আগে ‘মস্তি’ ও গ্র্যান্ড মস্তির মতো সেক্স কমেডি পরিচালনা করেছেন। তাই এই ছবি নিয়ে দর্শক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন।