ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পিএসসি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৫, ২০১৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Chatro-Unionঢাবি প্রতিনিধি : পিএসসি পরীক্ষাকে ২০১০ সালের শিক্ষানীতি বিরোধী অবহিত করে তা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার এ দাবি জানান।
লিখিত বক্তব্যে লাকী আক্তার বলেন, ‘পঞ্চম শ্রেণী শেষে পাবলিক পরীক্ষা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। পাবলিক পরীক্ষা শিশুর ওপর মানসিক চাপ সৃষ্টি করে। শিশু মানসকে ধ্বংস করে।’ এছাড়া পিএসসির পরীক্ষার ফলে কোচিং ব্যবসাও দিন দিন বাড়ছে বলে তিনি দাবি করেন ।
সংবাদ সম্মেলন থেকে আগামীকাল পিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সারা দেশে গণসংযোগ ও গণস্বাক্ষর, ২৮ জানুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ এবং ঢাকা রিপোর্টাস ইউনিটিতে গোলটেবিল বৈঠক এবং ১লা ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ কর্মসূচির ঘোষণা করেন তিনি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক সহ-সভাপতি আবু তারেক সোহেল, সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি লিটন নন্দী প্রমুখ।