ঢাবি প্রতিনিধি : উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা প্রাঙ্গণে ‘কনসার্ট ফর উষ্ণতা’ নামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাবির সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অমৃতসূর্য নামের একটি সংগঠনের আয়োজনে আগামী ১৬ জানুয়ারি বিকাল ৪টায় এ কনসার্ট শুরু হবে।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, অমৃতসূর্য ঢাবির শিক্ষার্থীদের একটি সংগঠন। যা শীতার্ত এবং দুর্যোগ কবলিত মানুষের জন্য কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে তৃতীয় বারের মত এ ধরণের কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
অবসকিওর, ত্রিভুজ, ধারক, ব্লুজিন্স, অর্জন, অভিযাত্রিকসহ প্রায় ৮টি ব্যান্ড দল গান কনসার্টে গান পরিবেশন করবে।
এ সম্পর্কে সংগঠনের আহ্বায়ক রাকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ‘দুখী ও খেটে খাওয়া মানুষের একটুখানি হাসির জন্য আমাদের এ উদ্যোগ। মাত্র ৩০০ টাকার একটি কম্বল তাদের মুখে যে হাসিটা আনে আমাদের হৃদয়ে সব সময় দাগ কেটে থাকে।