তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্যামসাং ইলেকট্রনিক্স বিখ্যাত মোবাইল নির্মাতা কোম্পানি ব্লাকবেরি কিনে নেয়ার জন্য প্রস্তাব দিয়েছে। তারা এর জন্য সাড়ে ৭ বিলিয়ন ডলার দিতে রাজি। প্রতিষ্ঠানটি ব্লাকবেরির সব প্যাটেন্ট কিনে নিতে চায়।
সূত্র বলছে, এই দুই কোম্পানির উপদেষ্টাদের সঙ্গে ইতোমধ্যে গোপনে বৈঠকও হয়েছে।
কানাডাভিত্তিক কোম্পানি দ্য ওয়াটার লু বলছে, ব্ল্যাকবেরি কিনে নেয়ার জন্য আলোচনা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে স্যামসাং ব্ল্যাকবেরি কিনে নেয়ার খবর চাউর হওয়া মাত্রই ব্ল্যাকবেরির মার্কেট শেয়ার ১৫ শতাংশ বেড়েছে।
তবে স্যামসাংয়ের এক মুখপাত্র সিউলে রয়টার্সকে জানিয়েছে, ব্ল্যাকবেরিকে কিনে নেয়ার কোনো ইচ্ছে স্যামসাংয়ের নেই। ব্ল্যাকবেরিকে একীভূত করার যে খবরটি বেরিয়েছে সেটা ভিত্তিহীন।
অন্যদিকে বুধবার কানাডীয় সংবাদপত্র ‘গ্লোভ অ্যান্ড মেইলে’ প্রকাশ পায়, স্যামসাংয়ের কাছে ব্ল্যাকবেরি হস্তান্তর হলে এটির শেয়ার হোল্ডাররা উপকৃত হবে। কেননা, দীর্ঘদিন ধরে কোম্পানিটি লোকসানের মুখে পড়েছে। তাই স্যামসাং মনে করছে যে দামে ব্ল্যাকবেরি তারা কিনতে চাচ্ছে তার চেয়ে ব্ল্যাকবেরির সম্পদমূল্য অনেক কম।
সম্প্রতি, মোবাইল বাজারে লোকসানের মুখে পড়ায় নোকিয়া বিক্রি হয়ে গেছে। এক সময় মোবাইল বাজারে একাধিপত্যকারী এ কোম্পানি কিনে নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।