আন্তর্জাতিক ডেস্ক : জাভা সাগরের তলদেশে এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটের বিমানটির মূল ধ্বংসাবশেষ পাওয়ার পর, ডুবুরিদল তা নীরিক্ষণে তলদেশে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্দোনেশীয় তল্লাশি অভিযান পরিচালনাকারী দল। বুধবার বিমানটির মূল দেহাবশেষ ‘ফিউজিলেজ’ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সেখানে মৃত যাত্রীদের দেখা মিলবে। এয়ার এশিয়া ১৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের পথে যাত্রা করে।
ডুবুরিরা বিমানটির সার্বিক দিক বিবেচনা করে জানাবেন, প্রথমে মৃতদেহগুলোকে উদ্ধার করে তারপর বিমানটিকে কী করে সাগরের উপরিভাগে নিয়ে আসা যায়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো, বিগত তিন সপ্তাহ যাবত। তল্লাশি অভিযানের জড়িত সকল ‘নিবেদিত প্রাণ কর্মীদের’ আন্তরিক ধন্যবাদ জানান।