ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

উপগ্রহ ছবিতে বোকো হারামের ধ্বংসযজ্ঞ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৫, ২০১৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

হামলার আগে ( লাল চিহৃগুলি বাড়ি-ঘর ও গাছাপালার অবস্থান)

হামলার আগে ( লাল চিহৃগুলি বাড়ি-ঘর ও গাছাপালার অবস্থান)

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দুটি শহরে চরমপন্থি সংগঠন বোকো হারাম ব্যাপক ধ্বংষযজ্ঞ চালিয়েছে। উপগ্রহ চিত্রে এ ধ্বংসের মাত্রা উঠে এসেছে বলে দাবি করেছেমানবাধিকার সংগঠন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল ।
চলতি মাসের শুরুর দিকে বাগা এবং দোরোন বাগা শহরে বোকো হারাম হামলা চালায়। প্রাথমিকভাবে জানানো হয়েছিল দুটি শহরের দুই ‍হাজার বাসিন্দা নিহত হয়েছে। মুসা আলহাজি বুকার নামে এক সরকারি কর্মকর্তা বাগা শহর থেকে পালিয়ে যাওয়া বাসিন্দাদের বরাত দিয়ে ওই সময় বলেছিলেন,যে শহরটির ১০ হাজার বাসিন্দার সংখ্যা ১০ হাজার ‘বাস্তবে আর তার অস্তিত্ব’ নেই।   তবে চলতি সপ্তাহে দেশটির সরকার দাবি করেছে নিহতের সংখ্যা দেড়শ’র বেশি হবে না।

হামলার পর ( বাড়ি-ঘর ও গাছপালা নেই)

হামলার পর ( বাড়ি-ঘর ও গাছপালা নেই)

উপগ্রহ থেকে পাওয়া ছবি পর্যবেক্ষণ করে অ্যমিনেস্টি জানিয়েছে, বাগা এবং দোরোন বাগা শহরে হামলা চালিয়ে বোকো হারাম ৩ হাজার ৭শ বাড়িঘর ধ্বংস করেছে। বাগায় ধ্বংস হয়েছে ৬২০ টি বাড়িঘর এবং ডোরোন বাগায় ৩ হাজার ১শ’টি ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অ্যামিনেস্টি বলছে, জঙ্গিরা নির্বিচারে মানুষ হত্যা করেছে। এছাড়া ধ্বংসের মাত্রাও ‘বিপর্যয়কর’।
হামলায় বিপর্যস্ত এলাকাগুলোও ছবিতে দেখানো হয়েছে। মাত্র চারদিনের ব্যবধানে একটি অংশ প্রায় মানচিত্র থেকে মুছেই গেছে। তবে ছবিতে ধ্বংসলীলা দেখা গেলেও এতে কত মানুষ মারা গেছে তা নির্ধারণ করা যায়নি। ছবির লাল চিহ্নিত অংশগুলো দিয়ে বাড়িঘর ও গাছপালা ধ্বংস বোঝানো হয়েছে।