নিজস্ব প্রতিবেদক : জ্যেষ্ঠ বিচারপতিদের নেতৃত্বে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বেঞ্চগুলো গঠন করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।
রোববার সকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালতে প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ সংবর্ধনার আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘সাংবিধানিক বিষয় শুনানির জন্য আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে একটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।’
এছাড়া হাইকোর্টে সাংবিধানিক প্রশ্ন সম্বলিত মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করার বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।
এস কে সিনহা বলেন, ‘হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মাধ্যমে আমরা বেঞ্চ গঠন করব।’
এসময় সুপ্রিমকোর্টের ছুটি কমানোর বিষয়ে আলোচনা করা হবেও জানান দেশের ২১তম ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্য প্রথম এই প্রধান বিচারপতি।