ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-পুলিশই যথেষ্ট, সেনাবাহিনীর প্রয়োজন নেই

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৮, ২০১৫ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : যৌথবাহিনীর অভিযানে সেনা সদস্যদের অংশগ্রহণের গুঞ্জন নাকচ করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এখনই সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি দেশে তৈরি হয়নি। আপাতত পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।’
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ‘আগামী কয়েক দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে’ বলে আশাবাদ ব্যক্ত করেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এখন যা চলছে তা আন্দোলন নয়, এটা চোরাগুপ্তা হামলা। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতদূর সম্ভব আমরা রাস্তাঘাটের নিরাপত্তা বিধান করতে সক্ষম হয়েছি।’
প্রতিমন্ত্রী দাবি করেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে ইজতেমার পর আন্দোলনকারীরা আরো একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। তাই তারা যাতে সে রকম পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছি।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি সামনের দিনে জনগণই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। পাশাপাশি আমাদের পুলিশ, র‌্যাব ও বিজিবি তো রয়েছেই।’