ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কিবরিয়া হত্যা: আরিফের জামিন ফের নামঞ্জুর

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৮, ২০১৫ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ariful-haq-2হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সদ্য সাময়িক বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর।
রোববার সকালে হবিগঞ্জ জজ আদালতে তার জামিন আবেদন করা হলে বিচারক মাহবুবুল ইসলাম তা নামঞ্জুর করেন। আরিফ ওই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জজ আদালতে আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানিতে আইনজীবীরা আরিফকে নির্দোষ দাবি করে বলেন, ‘ষড়যন্ত্র করে তাকে ওই মামলায় জড়ানো হয়েছে। একইসঙ্গে আইনজীবীরা মামলার সম্পূরক চার্জশিটের অসঙ্গতিগুলো তুলে ধরে আরিফুল হক চৌধুরীর জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক মাহবুবুল ইসলাম আরিফের জামিন আবেদন নামঞ্জুর করেন।’
জামিন শুনানির সময় আরিফ আদালতে উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদালতে জামিন আবেদন শুনানিতে আরিফুল হক চৌধুরীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমদ, আশরাফুল বারী নোমান, সালেহ উদ্দিন আহমদ ও খালিকুজ্জামান চৌধুরী।
এর আগে ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া আক্তারের আদালতে আত্মসমর্পণ করেন বিএনপি সমর্থন নিয়ে নির্বাচিত এই মেয়র।
আত্মসমর্পণের পাশাপাশি জামিনের আবেদন করা হয় আরিফের পক্ষ থেকে। ৩০/৩৫ আইনজীবী তার পক্ষে শুনানিতে অংশ নেন। তার পক্ষে আইনি লড়াইয়ে যোগ দিতে সিলেট থেকেও কয়েকজন সিনিয়র আইনজীবী হবিগঞ্জ আসেন।
বেলা সাড়ে ১১টায় জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন।
পরের দিন আদালত মেয়র আরিফসহ ওই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর আরিফ আত্মগোপনে চলে যান।
এরই মধ্যে ২৮ ডিসেম্বর একই মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ একই মামলায় আত্মসমর্পণ করেন।
গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল মেয়র আরিফও আত্মসমর্পণ করছেন। মঙ্গলবার সকালে সেই উদ্দেশ্যে হবিগঞ্জ আদালতে হাজির হন তিনি।