আন্তর্জাতিক ডেস্ক : জাপান মধ্যপ্রাচ্যের নাগরিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্যে প্রায় কুড়ি হাজার কোটি টাকা অনুদান দিতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এ উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য এলাকায় সফরের জন্যে ইসরাইলসহ মিশর, জর্ডানকে ভ্রমণতালিকায় রেখেছেন, বর্তমানে তিনি মিশরে অবস্থান করছেন। মিশরের রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির উপস্থিতিতে তিনি এ বিপুল অংকের অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন।
শিনজো চান ইসলামিক স্টেটের সৃষ্ট ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত জনপদ ও অবকাঠামো আবারও মাথা তুলে দাঁড়াক। ইরাক এবং সিরিয়ার দুস্থ শরণার্থীদের জনসমুদ্রে আবার স্বস্তি ফিরে আসতে শুরু করুক, ফেলে যাওয়া বাস্তুভিটায় তারা যেন ফিরে এসে আবার স্বাভাবিক জীবন শুরু করতে পারেন এবং আহতরা উপযুক্ত চিকিৎসা সেবা পান। একই সঙ্গে স্কুলে যেতে শুরু করুক সুদীর্ঘকাল স্কুলবঞ্চিত শিশুকিশোররা।
রাষ্ট্রীয় ভ্রমণে শিনজো আবের ভ্রমণসঙ্গী হয়েছেন দেশটির প্রধানতম বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা।
শিনজো আবে ২০১২ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশসহ ৫০টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন। তবে প্রতিবেশী দেশ চীন ও দক্ষিণ কোরিয়ায় কোন রাষ্ট্রীয় ভ্রমণে যাননি, উক্ত দুই দেশের সঙ্গে বিবিধ বিসংবাদী ইস্যুতে বিতর্ক অবিরত থাকার কারণে।