ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসে পেট্রোল বোমা, কলেজ ছাত্রীসহ কয়েকজন দগ্ধ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৮, ২০১৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

petrol-bombনিজস্ব প্রতিবেদক : রাজধানী সংসদ ভবন এলাকায় যাত্রীবাসী বাসে পেট্রোল বোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে ২ কলেজ ছাত্রীসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। বাসটি মিরপুর যাচ্ছিল বলে জানা গেছে।
রোববার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ কলেজ ছাত্রীরা হলেন সাথি আক্তার (১৯) ও জ্যোতি আক্তার (১৯)। বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে মাইমুনা আক্তার নামে তাদের আরেক বন্ধু আহত হন। তাদের সকলেই বয়স প্রায় ১৯।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ও আহত ছাত্রীরা জানান, তারা পাঁচ বন্ধু কলেজ থেকে যাত্রীবাহী বাসে চরে মিরপুরে বাসায় ফিরছিলেন। বেলা পৌনে ২টার দিকে গাড়িটি সংসদ ভবন রোডে খেজুরবাগানে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে তারা তিনজনসহ বেশ কয়েকজন দগ্ধ ও আহত হন। অন্য আহতদের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।