চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি-জামায়াতের অনির্দিষ্টকালের অবরোধে শনিবার রাতে হাতবোমা বিস্ফোরণের সময় পৃথক ঘটনায় ৮ বোমাবাজকে আটক করেছে পুলিশ।
নগর পুলিশের সহকারি কমিশনার (ডবলমুরিং) হাসান মোল্লা জানান, শনিবার রাত ১১টার দিকে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনি এলাকায় পরপর পাঁচটি হাত বোমার বিস্ফোরণ ঘটনায় অবরোধকারীরা।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ব্যস্ততম এয়ারপোর্ট-বহদ্দারহাট সড়কের যান চলাচল। পরে পুলিশ গিয়ে সেখান থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, অবরোধের নামে বোমাবাজি করার প্রস্তুতিকালে নগরীর খুলশী থানার গরীবুল্লাহ শাহার মাজারের পাশের কবরস্থান থেকে তিনজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি ককটেলও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা স্বীকার করেছে, তারা ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী বাসে ককটেল বিস্ফোরণের জন্য কয়েক দলে বিভিক্ত হয়ে সেখানে অবস্থান নেয়। আটক বোমাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এসি হাসান মোল্লা।