ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিন

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৮, ২০১৫ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

hasinaনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতায় জড়িতদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বক্তব্যে বলেন, ‘অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি নিজেই নিজেকে অবরোধবাসিনী করে দেশে অবরোধের ডাক দিয়েছেন।’
তিনি বলেন, ‘বেগম জিয়া সংসদেও নেই, বিরোধী দলেও নেই। তাই তিনি এমন করছেন।’
শেখ হাসিনা বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘যারা মানুষ খুন করে, পেট্রোল বোমা মারে, অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে হবে।’