নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। দলের কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত থাকবেন।
রোববার দুপুরে দলের সহ দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে জিয়ার মাজারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির সামাবেশ আহ্বানকে কেন্দ্র করে দেশে আবারো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমাবেশ করতে না পারায় বিএনপি অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। এ কর্মসূচি ঘোষণার পর গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। একে একে গ্রেপ্তার করা হয় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা। বাকিরা আত্মগোপন অবস্থায় রয়েছেন। দলের অন্যতম মুখপাত্র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ধরে নিয়ে হাসপাতালে পুলিশ প্রহরায় ভর্তি করে রাখে। সেখান থেকে পরে পালিয়ে এসে এখন অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি।