ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

‘আচরণিক বিধিমালা ভঙ্গের দায়ে’ কাঠগড়ায় কেজরিওয়াল

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৮, ২০১৫ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

kejriwalআন্তর্জাতিক ডেস্ক : বিজেপিসহ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সতীশ উপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য ও সরাসরি দুর্নীতির অভিযোগ তোলার কারণে ফেঁসেছেন আম আদমি পার্টিপ্রধান অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলনে বিবৃতি প্রদানকালে আচরণিক আইনভঙ্গের দায়ে অভিযুক্ত করে এএপি প্রধানকে চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
কমিশনের মন্তব্য, ‘প্রাইমা ফেসিয়া’ বা প্রাথমিক বিবেচনায়  স্বতঃসিদ্ধ যে অরবিন্দ কেজরিওয়াল সংবাদ সম্মেলনে, প্রমাণ ব্যতিরেকে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় দাঙ্গা ‍ উসকে দেয়ার এবং এর সদস্য সাবেক দিল্লীপ্রধান সতীশ উপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির কথা উত্থাপন করে আচরণিক বিধিমালা লঙ্ঘন করেছেন। নির্বাচন কমিশেনের চিঠিতে অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ২০ জানুয়ারি বিকেল ৩:০০টায় আদালতে উপস্থিত হয়ে ‘তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না’ তার স্বপক্ষে যুক্তি প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে ধর্মীয় দাঙ্গার দায়ে অভিযুক্ত করা থেকে শুরু করে নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে একাধিক বাক্য ব্যবহার করেন এবং সাবেক বিজেপি নির্বাচিত দিল্লীর মুখ্যমন্ত্রী সতীশ উপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্যুৎ মিটার কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করেন, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার নাগাদ প্রমাণ উত্থাপন করার কথা থাকলেও তা করতে ব্যর্থ হন তিনি।
সতীশ উপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে এ চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন।