স্পোর্টস ডেস্ক : শুরু আর শেষটা যে এভাবে মিলে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি!
উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে ধপাস করে মাটিতে নামিয়ে আনে এসি মিলান। গেল বছরের শেষ সপ্তাহে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকা লস ব্লাঙ্কোসদের চমকে দেয় সান সিরোর অধিবাসীরা। মিলান দুবাইয়ের মহারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর হারায় ৪-২ ব্যবধানে। বছরের শুরুতেও এই ধাক্কাটা কাটাতে পারেনি ‘দ্য গ্যালাকটিকোস’রা।
নতুন বছরের চতুর্থ দিনে মাস্তেয়া স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার সামনে দাঁড়িয়ে প্রথমে এগিয়ে গিয়ে ২-১ ব্যবধানে হেরে ঘরে ফেরে রিয়াল। কোপা দেল রে’তেও দুভাগ্য তাড়া করে কার্লো আনচেলাত্তির শিষ্যদের। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে অ্যাওয়ে ম্যাচে ২-০ ব্যবধানে চূর্ণ হয় রিয়ালের তারার একাদশ। এরপর ঘরের মাঠে ২-২ ব্যবধানে ড্র করে তারা।
স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে অবশ্য ছন্দে ফেরার প্রত্যয় দেখায় রিয়াল মাদ্রিদ। কিন্তু নতুন বছরের প্রথম দুই সপ্তাহের মধ্যেই নতুন একটা রেকর্ড গড়ে ফেলেছে ইকার ক্যাসিয়াস বাহিনী। এই শতাব্দীর সবচেয়ে বাজে শুরুর খেতাব। চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয়, একটি ড্র, আর দুটিতে হার। ১৯৯৮ সালে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল। যেবার লিগ জিতেছিল রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।