ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এমসিজিতে সৌরভকে ছাপিয়ে রোহিত

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৮, ২০১৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

rohitস্পোর্টস ডেস্ক : ১৫ বছর বাদে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রঙিন পোশাকের ক্রিকেটে কোনো ভারতীয় হিসেবে সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা।
রোববার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় এই কীর্তি দেখান মুম্বাইয়ের ব্যাটসম্যান। যার মাধ্যমে সৌরভ গাঙ্গুলির একটি রেকর্ড ভেঙে ফেলেন ২৭ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান।
২০০০ সালের জানুয়ারিতে সর্বশেষ ও প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।  ১৯৯৩ সালে পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ আজহারউদ্দিনের করা অপরাজিত ৯৩ রানের রেকর্ড ভেঙ্গে অস্ট্রেলিয়ার ভেন্যুটিতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ‘প্রিন্স অব কলকাতা’। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই নজিরটাই ছাপিয়ে গেলেন রোহিত।
এদিন ১৩৯ বলে ১৩৮ রান করে মিশেল স্টার্কের শিকার হন রোহিত। যাতে এ প্রতিবেদন লেখার সময় ৪৮.৫ ওভার শেষে আট উইকেটে ২৬২ রান করেছে ভারত। মেলবোর্নে রোহিত-সৌরভ-আজহারের পর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সর্বোচ্চ রানের স্কোর শ্রীকান্ত, সৌরভ ও গাভাস্কারের। অস্ট্রেলিয়ার বিপক্ষেই ওই নজিরগুলো গড়েছিলেন তারা।