ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আর ৯০ মিনিট গেলেই ব্রাভোর রেকর্ড

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১৮, ২০১৫ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

bravoস্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতে বার্সেলোনার গোলকিপার হিসেবে ৩৭ বছরের একটি রেকর্ড ভেঙেছিলেন ব্রাভো।
লা লিগার শুরুতে সবচেয়ে বেশি সময় নিজেদের গোলবার অক্ষত রাখার নজির। এবার আরেকটি রেকর্ডের সামনে চিলিয়ান শট স্টপার। রোববার স্প্যানিশ লা লিগার খেলায় স্বাগতিক লা করুনার বিপক্ষে গোল হজম না করলেই ১৯৯৩-৯৪ মৌসুমের পর লিগের প্রথমার্ধে দশের কম গোল হজম করা প্রথম শট স্টপার হবেন ৩১ বছর বয়সী ব্রাভো।
২০১৪-১৫ ফুটবল মৌসুমে স্প্যানিশ লা লিগার ১৮ ম্যাচ খেলে মাত্র ৯টি গোল হজম করেছেন ব্রাভো। সেক্ষেত্রে আজ রেজরে গোল হজম না করলেই গোল হজম না করার একটা কীর্তিতে নাম লেখাবেন চিলিয়ান ফুটবলার। যদিও সার্বিক বিচারে রেকর্ড থেকে এখনো বহু দূরে ব্রাভো। লা করুনার এক গোলকিপারই মৌসুমের প্রথমার্ধে মাত্র ছয়টি গোল হজম করে তালিকায় সবার ওপরে।
ব্রাভো এর আগে রায়ো ভালোকানোর বিপক্ষে ক্লিনশিট বজায় রেখে ১৯৭৭-৭৮ মৌসুমে পেদ্রো আরতোলার ৫৬০ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ভেঙেছিলেন। তাছাড়া এই মৌসুমে ব্রাভোর দৃঢ়তাতেই লা লিগার প্রথম দল হিসেবে লিগের প্রথম সাত ম্যাচে একটিও গোল হজম করেনি বার্সেলোনা।