ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ফের শুরু হচ্ছে ফেলানী হত্যার বিচার

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৬, ২০১৪ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি

চলতি মাসের যেকোনো দিন পুনরায় ফেলানী হত্যার বিচার শুরু হবে ভারতের একটি বিশেষ আদালতে।একথা জানিয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।ফেলানী03 {focus_keyword} ফের শুরু হচ্ছে ফেলানী হত্যার বিচার                    03ভারতীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে শনিবার ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে রাজশাহী ভারতীয় হাই কমিশনে যান।

সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের যেকোনো দিন ভারতের কুচবিহারের বিএসএফের বিশেষ আদালতে পুনরায় ফেলানী হত্যা মামলার কার্যক্রম শুরু হবে।

বিচারকার্যে ফেলানীর বাবা ও মামা ছাড়া কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রহাম লিংকন ও ৪৫ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ অংশ নেবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। ফেলানীর মরদেহ কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার ছবিটি সারা বিশ্বের মানুষের হৃদয়ে নাড়া দেয়।

এ ঘটনায় বিচার কাজ শুরু হলেও ভারতে বিএসএফের বিশেষ আদালত ২০১৩ সালের ১৯ আগস্ট অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন। পরে ন্যায়বিচার পাওয়ার আশায় ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করে ফেলানীর পরিবার। দেশি-বিদেশি চাপে চলতি মাসে পুনরায় শুরু হতে যাচ্ছে ফেলানী হত্যা মামলার বিচার কাজ।