স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়াল্র্ড হকি লিগের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আমেরিকার দল মেক্সিকোকো ৬-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। রোববার লাল-সবুজ পতাকাধারীদের পক্ষে সারোয়ার ৩টি, জিমি ২টি ও মিমো ১টি গোল করেন।
এর আগে গতকাল শনিবার ওয়াল্র্ড হকি লিগে পুল ‘বি’ এর খেলায় নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। সেই ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছিলেন মামুনুর রহমান চয়ন।
সিঙ্গাপুরে ওয়াল্র্ড হকি লিগের দ্বিতীয় পর্ব শুরুর আগে গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে প্রথম পর্বে হংকং ও শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে পরের রাউন্ডে নাম লেখায় জিমি-চয়নরা।