বিনোদন ডেস্ক : কথায় বলে ন্যাড়া বেলতলায় একবারই যায়। তবে এ প্রবাদ মিথ্যা বলে প্রমাণিত সেলেনা গোমেজ ও জাস্টিন বিবারের সম্পর্কে। ন্যাড়া প্রেমিক যদি বারবারই হৃদয়ের টানে বেল গাছের তলায় যায়, তবে কি তাকে দোষ দেওয়া যায়? অবশ্য মাথায় পাকা বেলের আঘাত পেলে ভিন্ন কথা। আঘাত পেয়েও শিক্ষা হয়নি বিবারের। হয়তো তাই আবারও প্রাক্তন প্রেমিকাকে আমন্ত্রণ করে আনলেন রোমান্টিক ডিনারে। সম্পর্ক চুকেবুকে গেলেও বৃহস্পতিবার রাতে বিবারের ডাকে সাড়া দিয়ে ডিনারে এসেছিলেন পপ সেনসেশন সেলেনা গোমেজ।
২০০৮ সালে মাত্র ১৪ বছর বয়সে বিশ্বসংগীতে নিজের জায়গা সৃষ্টি করেন জাস্টিন বিবার। আর তার বছর দুই পরেই প্রেমে পরেন সেলেনার। মিস গোমেজ অবশ্য তারও আগে থেকে ডিজনি স্টার। গানের দিক থেকেই নয়, বয়সের দিক থেকেও বিবারের ২ বছরের বড়। বয়সটা অবশ্য প্রেমের ক্ষেত্রে কোন বাঁধা নয়। বার কয়েক সাময়িক বিচ্ছেদের কথা রটে গেলেও বছর তিনেক টিকেছিল তাদের সম্পর্ক। অবশেষে ২০১৩ সালে বিচ্ছেদ ঘটে এই জুটির।
মাদকাশক্তি, একের পর এক হালকা সম্পর্কে জড়ানো, বেফাঁস মন্তব্য কিংবা শিডিউল ফাঁসানোর বিভিন্ন সমস্যায় বিবারের নাম উঠে এলেও সেলেনা ছিলেন নির্বিঘ্নে। নিজের ওয়ার্ল্ড ট্যুর নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। হঠাৎ করে এতোদিন পরে দুজনের ডিনারের সংবাদে বিস্মিত সবাই। তবে কি আবার ন্যাড়া বেল তলায় রওনা দিল?