লাইফস্টাইল ডেস্ক : জনপদে জেঁকে বসা শীত যতো বেশি কাবু করতে চাই, মানুষ তার বিরুদ্ধে তত বেশি ব্যবস্থা নেয়। সে ব্যবস্থায় থাকে রুচির পরিচয় আর ফ্যাশনের ছোঁয়া। বড়দের পাশাপাশি ছোটদের শীতের পোশাকে আসে নান্দনিকতার পরশ। তাই শীত ঋতুকে মাথায় রেখে শিশুদের পোশাকে প্রাধান্য পায় নানা ডিজাইনের। মন মাতানো সব রং আর ডিজাইনের মিশ্রণে বাহারি পোশাক নিয়ে হাজির হয়েছে দেশের নামকরা সব ফ্যাশন হাউজ। এবিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিয়মিত ফ্যাশন রিপোর্টার সৈকত ইসলাম।
রঙ
শিশুদের পোশাক নিয়ে জানতে চাইলে দেশিয় ফ্যাশন হাউস রঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, বড়দের ন্যায় ছোটদের পোশাকেও রঙে রঙিন হয়ে আছে রঙ। ফতুয়া, পাঞ্জাবি,টুপি, ফ্রকসহ সবধরনের পোশাকই করেছি আমরা। পোশাকের কাজ সম্পর্কে তিনি বলেন, শিশুদের কথা মাথায় রেখে আমরা যতোটা সম্ভব পোশাককে রঙিন করার চেষ্টা করেছি।
মেঘ
শীত ঋতুতে দেশিয় ফ্যাশন হাউস মেঘ এনেছে শিশুদের টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, ফ্রক। ৬২,৬৩ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহাবাগ, ঢাকা। ফোন : ০২ ৮৬২০২৩০, মুঠোফোন : ০১৯৪৭৯৯৫১১৫; ই মেইল : Jhasan02@yahoo.com
ঐতিহ্য
আমাদের ঐতিহ্যের ছাপ রাখতে ঐতিহ্য ফ্যাশন হাউস শীত ঋতু উপলক্ষ্যে নিয়ে এসেছে টি-শার্ট, শিশুদের টি-শার্ট। আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহাবাগ, ঢাকা। মুঠোফোন : ০১৯২২ ৫৯৫ ৫৪৬।
স্বপ্ন চূড়া
স্বপ্ন চূড়া ফ্যাশন হাউস শীত ঋতুকে সামনে রেখে স্বপ্নীল সাজে সেজেছে। এখানে ফ্যাশন সচেতন ছেলেদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের ক্যাজুয়াল, ফরমাল দু’উৎসবে চলবে এমন শার্ট এনেছে। নকশায় বৈচিত্র্য সমৃদ্ধ বেশ ক’টি ডিজাইনের শার্ট পাওয়া যাচ্ছে। এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবিও রয়েছে। ৮৮৮/৩,পূর্ব শেওড়া পাড়া, মিরপুর, ঢাকা ১০০০। মুঠোফোন : ০১৭৭৫ ২০৮ ২৩২। আমেনা ম্যানশন, জয়পাড়া, দোহার, ঢাকা।