বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো নাতনি আরাধ্যকে কোলে করে ভক্তদের সামনে দর্শন দিয়েছেন অমিতাভ বচ্চন। রোববার মুম্বাইয়ে নিজ বাড়ি ফটকে এই ঘটনা ঘটান তিনি। এর আগে নাতনিকে কোলো নিয়ে কখনও জনসম্মুখে আসেননি এই তারকা।
রোববার আসলেই ভক্তদের আবদার মেটাতে মুম্বাইয়ে নিজ বাড়ির ফটকে এক ঝলকের জন্যে হাজির হন বলিউড তারকা অমিতাভ বচ্চন। কিন্তু গতকাল তিনি অন্য রকম এক চমক নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন। কারণ এ সময় বিগবি’র কোলে ছিলো নাতনি ও অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্য।
এদিকে ভক্তদের সঙ্গে দেখা করার পরপরই আরাধ্যকে সঙ্গে নিয়ে ছবি তোলার জন্যে ফটোসেশনে অংশ নেন অমিতাভ। রোববার রাতে সেই ছবিগুলো নিজের ব্লগে পোস্টও করেন তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘আরাধ্য ভগবানের কাছ থেকে পাওয়া আমাদের শ্রেষ্ঠ উপহার। তাকে পেয়েই আমরা সবাই খুশি।