বিনোদন ডেস্ক : ‘ড্যান্স থিয়েটার’ ধারণাটির সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের পরিচয় ঘটতে যাচ্ছে ‘ওয়াটারনেস’ শিরোনামের নৃত্যনাট্যের মাধ্যমে। আগামী বুধবার সন্ধ্যা ৭টায় তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটারের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে নৃত্যনাট্যটি।
‘ওয়াটারনেস’ শিরোনামের নৃত্যনাট্যটি লিখেছেন ভারতের ধীমান ভট্টাচার্য। নৃত্য ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। জল ও নারীর সম্পর্ক নিয়ে গবেষণাধর্মী এই প্রযোজনাটি বাংলা ও ইংরেজী ভাষায় তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ‘ড্যান্স থিয়েটার’ ধারণাটি নিয়ে সারা বিশ্বেই খুব কম কাজ হয়েছে।